এবার শহীদ ওসমান হাদীর মৃত্যুতে শোক প্রকাশ করল মা‌র্কিন দূতাবাস

এবার শহীদ ওসমান হাদীর মৃত্যুতে শোক প্রকাশ করল মা‌র্কিন দূতাবাস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪০, ১৯ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক শোকবার্তায় যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে তারা বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে গভীর শোক জানাচ্ছে। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে দূতাবাস।

উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় তিনি মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের এই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গুরুতর আহত অবস্থায় সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement