হাদির গ্রামের বাড়িতে শোকের ছায়া

হাদির গ্রামের বাড়িতে শোকের ছায়া ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৫, ১৯ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে শোকাহত পরিবার, স্বজন ও এলাকাবাসী এখনো বিশ্বাস করতে পারছেন না—সদা প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল হাদি আর নেই।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সরেজমিনে নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় গেলে দেখা যায়, হাদির গ্রামের বাড়িতে চলছে হৃদয়বিদারক মাতম। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। প্রতিবেশী ও পরিচিতজনদের চোখেমুখেও স্পষ্ট শোকের ছাপ। এলাকায় যেখানেই যাচ্ছেন, সেখানেই হাদির সাহস, দৃঢ়তা ও সংগ্রামী জীবনের কথা উঠে আসছে আলোচনায়।

এর আগে, বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তারা সড়কে নেমে আসেন। নলছিটি শহরের কলেজ মোড় এলাকায় অবস্থান নিয়ে প্রায় পাঁচ ঘণ্টা ধরে ঢাকা-ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

দীর্ঘ সময়ের অবরোধের পর রাত আনুমানিক তিনটার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এলাকায় এখনো বিরাজ করছে শোক ও ক্ষোভের মিশ্র আবহ। স্থানীয়দের একটাই দাবি—হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং এই মৃত্যুর ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement