ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরীফ মো. ওসমান হাদীর মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
এই রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সারাদেশে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইভাবে বিদেশে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সচিবালয়ে নতুন নির্মিত এক নম্বর ভবনের শীর্ষে স্থাপিত জাতীয় পতাকাও অর্ধনমিত অবস্থায় রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওসমান হাদীর মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। ওই রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদী।
এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় করে গন্তব্যে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদী। এ সময় রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের আরোহী খুব কাছ থেকে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। হামলার পর মোটরসাইকেলের গতি বাড়িয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মাথায় অস্ত্রোপচারসহ জরুরি চিকিৎসা শেষে একই দিন সন্ধ্যায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদীকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে আনা হয়।
পূর্বঘোষণা অনুযায়ী, আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদীর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।
































