সংবাদমাধ্যমে হামলায় উদ্বিগ্ন ৫ গণমাধ্যম

সংবাদমাধ্যমে হামলায় উদ্বিগ্ন ৫ গণমাধ্যম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫০, ১৯ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাঁচটি গণমাধ্যমের সমন্বয়ে গঠিত একটি জোট। সাম্প্রতিক এই সহিংস ঘটনাকে তারা দেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং গণতান্ত্রিক পরিবেশকে দুর্বল করার সুস্পষ্ট অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে।

দ্য সেনট্রিস্ট নেশন, ঢাকা স্ট্রিম, দ্য ডেলটাগ্রাম, দ্য ডিসেন্ট ও দ্য পোস্ট—এই পাঁচটি গণমাধ্যমের সমন্বয়ে গঠিত জোটটি এক যৌথ বিবৃতিতে জানায়, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের লক্ষ্য করে সংঘটিত এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের মতে, এ ধরনের হামলা শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার ভিত্তির ওপর আঘাত হানে।

বিবৃতিতে জোটটি চারটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে। প্রথমত, তারা বলেছে—দীর্ঘদিন ধরে চলমান দায়মুক্তির সংস্কৃতিই দুষ্কৃতকারীদের এমন জঘন্য অপরাধে উৎসাহিত করছে, তাই এই সংস্কৃতির অবসান জরুরি। দ্বিতীয়ত, দেশের সব গণমাধ্যম কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, সাম্প্রতিক ভাঙচুর ও সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। চতুর্থত, ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জোটটি আরও বলেছে, এই হামলা মূলত সাংবাদিকদের কণ্ঠরোধের একটি অগ্রহণযোগ্য প্রচেষ্টা। তারা উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা ছড়িয়ে পড়লেও তা প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। একই সঙ্গে অগ্নিসংযোগের সময় সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি অত্যন্ত সীমিত কিংবা প্রায় অনুপস্থিত থাকায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতির শেষাংশে বলা হয়, সম্পাদকীয় নীতি বা দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকলেও প্রতিটি গণমাধ্যমের ভয়ভীতি, চাপ কিংবা হয়রানি ছাড়া স্বাধীনভাবে কাজ করার অধিকার থাকতে হবে। এই সংকটময় সময়ে আক্রান্ত গণমাধ্যম ও সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে জোটটি তাদের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement