সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজটি মেটা কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে। শুক্রবার রাত থেকে তার প্রায় ২২ লাখ অনুসারীসমৃদ্ধ ওই পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারসহ ছায়ানট ও উদীচীর মতো কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরের ঘটনা ঘটে।
এর আগের দিন বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক উস্কানিমূলক পোস্ট দেন বলে অভিযোগ ওঠে। ওই সব পোস্টের পরপরই শুক্রবার রাত থেকে তার ফেসবুক পেজটি আর দেখা যাচ্ছে না, যা মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


































