টেক ইউটিউবার স্যাম জোন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন

টেক ইউটিউবার স্যাম জোন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৬, ২২ ডিসেম্বর ২০২৫

দেশের জনপ্রিয় টেক কনটেন্ট ক্রিয়েটর স্যাম জোন সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিনের সম্পর্কের পর পারিবারিক পরিবেশে এই বিয়ে সম্পন্ন হয়েছে। স্যামের জীবনসঙ্গীর নাম বর্ষা।

রাজধানীতে আয়োজিত ছোট ও ঘনিষ্ঠ অনুষ্ঠানে পরিবার ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। বর্ষা গোপালগঞ্জের মেয়ে এবং বর্তমানে বিমান বাংলাদেশে কর্মরত আছেন।

স্যাম জোন বাংলাদেশের একজন বহুল পরিচিত টেক ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি মূলত প্রযুক্তি বিষয়ক ভিডিও তৈরি করেন, বিশেষ করে স্মার্টফোন, ল্যাপটপ, গ্যাজেট এবং অন্যান্য প্রযুক্তি পণ্য নিয়ে আলোচনা করেন।

বরিশালের ছেলে স্যাম বর্তমানে ঢাকায় বসবাস করছেন। তার ঝুলিতে রয়েছে “মারভেল অব টুমোরো” সহ একাধিক স্বীকৃতি ও পুরস্কার।

স্যাম নতুন প্রযুক্তি পণ্য, টুলস ও গ্যাজেটের রিভিউ এবং টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন। এছাড়া প্রযুক্তি বিষয়ক টিপস, ট্রিকস এবং ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তার চ্যানেলে নিয়মিত কনটেন্ট আপলোড করেন।

এই বিয়ে স্যামের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করেছে, যেখানে তিনি পরিবার ও কর্মজীবনকে সমন্বয় করার চেষ্টা করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement