শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩২, ১৯ জানুয়ারি ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল সোমবার (১৯ জানুয়ারি) নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় ১৯ ও ২১ জুলাইয়ের আন্দোলনের সময় রিয়া গোপসহ ১০ জন নিহত হওয়ার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আদালতের অভিযোগে বলা হয়েছে, ওই সময়ে শামীম ওসমান ও তার অনুসারীরা দেশীয় এবং বিদেশি অস্ত্রসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে সরাসরি মাঠে নেমে কার্যক্রম চালান। তারা নারায়ণগঞ্জ ক্লাবে একত্রিত হয়ে আন্দোলন দমন করার পরিকল্পনা গ্রহণ করেন এবং রাইফেলস ক্লাব থেকে অস্ত্র সংগ্রহ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, শামীম ওসমান তখন ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা করেন এবং নিজে সরাসরি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এই ঘটনায় মোট তিনটি গুরুতর অভিযোগের ভিত্তিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে। ঘটনাটির অনুসন্ধান ও আইনের যথাযথ প্রয়োগে সকলের নজর এখন আদালতের দিকে কেন্দ্রীভূত হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement