বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা বন্ড নিয়ে দূতাবাসের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা বন্ড নিয়ে দূতাবাসের নতুন বার্তা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১১, ১৯ জানুয়ারি ২০২৬

চলতি জানুয়ারি মাসের ২১ তারিখ থেকে বাংলাদেশের নাগরিক যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদেরকে সর্বোচ্চ ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত একটি ভিসা বন্ড জমা দিতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারির পর যারা ব্যবসা (বি১) বা পর্যটন (বি২) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে। তবে, এই তারিখের আগে ইস্যু হওয়া বৈধ বি১ বা বি২ ভিসাধারীদের ক্ষেত্রে নতুন শর্তটি প্রযোজ্য নয়।

মার্কিন দূতাবাস আরও জানায়, সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড জমা দিতে হবে না। আগাম বন্ড জমা দিলে এটি ভিসার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে। এছাড়া, সাক্ষাৎকারের আগে জমা দেওয়া অর্থ ফেরতযোগ্য হবে না। তবে ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আগের কড়াকড়ি আরও জোরদার করতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের ওপর ভিসা বন্ড আরোপের সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন।

গত বছরের আগস্টে প্রথমবারের মতো ছয়টি দেশকে ভিসা বন্ডের শর্তযুক্ত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বছরের শেষের দিকে আরও সাতটি দেশ যুক্ত হয়। এরপর ৬ জানুয়ারি বাংলাদেশসহ আরও ২৫টি দেশের নাম তালিকায় যোগ করা হয়।

মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নতুন এই ভিসা বন্ডের পরিমাণ স্থানীয় মুদ্রায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসেবে)।

বর্তমান নিয়মে মোট ৩৮টি দেশ যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ডের শর্তের আওতায় এসেছে। এর মধ্যে বেশির ভাগ আফ্রিকার দেশ, তবে লাতিন আমেরিকা ও এশিয়ার কিছু দেশও অন্তর্ভুক্ত। নতুন নিয়মের কারণে অনেক নাগরিকের জন্য মার্কিন ভিসা এখন অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়বে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement