ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বৈধ অস্ত্র নিয়ে কঠোর নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বৈধ অস্ত্র নিয়ে কঠোর নির্দেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪৫, ১৯ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বৈধ অস্ত্র সংক্রান্ত কড়াকড়ি আরোপ করেছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বৈধ অস্ত্রধারীরা তাদের অস্ত্র আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নিকটস্থ থানায় জমা দেবেন।

রোববার (১৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এর প্রেক্ষিতে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীরা তাদের অস্ত্র বহন বা প্রদর্শন করতে পারবেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই নির্দেশনা লঙ্ঘন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনাটি কার্যকর করার জন্য দেশের সকল পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীসহ নির্ধারিত নীতিমালা অনুযায়ী তাদের বরাদ্দকৃত বৈধ অস্ত্রের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ করা জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার অনুমোদিত সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণের নিয়ম প্রযোজ্য হবে না।

এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে পরিচালনা করার পাশাপাশি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি কমানো এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement