প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক আজ বিকেলে

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক আজ বিকেলে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৭, ১৯ জানুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি প্রতিনিধিদল বৈঠকে বসছে। এই বৈঠকটি সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে উপস্থিত থাকবেন দলের মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এনসিপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলি তুলে ধরবেন।

এর আগে, রোববার (১৮ জানুয়ারি) রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ মাধ্যমে জানান, সোমবার তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলাপ করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement