জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দায়ভার গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১৯ জানুয়ারি) দলটির বাংলামোটর অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনী ক্রাউড ফান্ডিং সংক্রান্ত এই মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বড় কোনো ব্যবসায়ীর ওপর নির্ভর না করে জনগণের অর্থে রাজনীতি করা এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকা এনসিপির মূল লক্ষ্য। আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে এনসিপি জনগণের কাছ থেকে প্রাপ্ত অনুদানের তথ্য প্রতি বছর অডিট করে জনসমক্ষে প্রকাশ করবে।
নিজের এবং দলের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার জানিয়ে আসিফ আরও বলেন, যদি তার বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তবে তিনি যথাযথ বিচার মেনে নিতে প্রস্তুত।
তিনি উল্লেখ করেন, বিএনপির প্রার্থীদের ঋণখেলাপির মতো অভিযোগ এবং চিরাচরিত অস্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতিকে ভেঙে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা এনসিপির অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে দল জনগণের আস্থা অর্জন ও রাজনৈতিক স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে চায়।































