পিআর পদ্ধতি ও পাঁচ দফা দাবিতে তিন দিন বিক্ষোভ জামায়াতের

Published : ১৩:২৮, ১৫ সেপ্টেম্বর ২০২৫
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দুপুরে দলটি এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এর আগে জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতির কার্যকর প্রয়োগ, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে নামার পরিকল্পনা ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যান্য সমমনা ইসলামী দলগুলো। এর অংশ হিসেবে গত রোববার বাংলাদেশ খেলাফত মজলিসও একই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে।
BD/AN