স্বৈরাচারের পতনের পর ভোটের স্বাধীনতা চাইছেন জনগণ: দুদু

স্বৈরাচারের পতনের পর ভোটের স্বাধীনতা চাইছেন জনগণ: দুদু ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫১, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার পতনের পর জনগণ তাদের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে আগ্রহী। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠজনরা ক্ষতিগ্রস্ত হবেন, কারণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং শেখ হাসিনার বিচার দ্রুততর হবে।

পাশাপাশি বিদেশে পাচার হওয়া অর্থও ফিরিয়ে আনা সম্ভব হবে। এই সব কার্যক্রম কেবলমাত্র নির্বাচিত সরকারই কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারবে।

রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু আরও বলেন, হাসিনাতন্ত্রের পতন এক বছরেরও বেশি সময় আগে হলেও প্রত্যাশিত গণতান্ত্রিক উত্তরণ এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। গত ১৫-১৬ বছরে শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন নির্বাচন কমিশন তিনটি নির্বাচন করেছে, যা কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে যায়নি বরং গণতন্ত্র বিনাশের ভূমিকা রেখেছে।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম বাস্তবায়নের জন্য জনগণের ম্যান্ডেট অপরিহার্য। তিনি সতর্ক করে বলেন, কিছু রাজনৈতিক দল সংসদে কোনো আসন না থাকলেও সরকারকে তাদের মতো করে পরিচালনা করার দাবি করছে, যা হাস্যকর এবং অগ্রহণযোগ্য।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিএনপি ভাইস চেয়ারম্যান বলেন, সরকারের উচিত আগামী ফেব্রুয়ারির মধ্যে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজন করা। নির্বাচনে ধানের শীষ প্রতীকের মাধ্যমে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সাবেক দফতর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ অনেকে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement