দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে-সাইফুল আলম খান মিলন।

দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে-সাইফুল আলম খান মিলন। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৩৯, ২২ অক্টোবর ২০২৫

দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন।

তিনি আজ শিল্পাঞ্চল থানা জামায়াত আয়োজিত দক্ষিণ বেগুন বাড়ির দীপিকার মোড় ও মধ্য বেগুন বাড়ির সিদ্দিক মাস্টারের ঢালে নির্বচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমীর কলিম উল্লাহর সভাপতিত্বে পথ সভায় আরো বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন ও থানা কর্মপরিষদ সদস্য নুরে আলম ও আসাদুজ্জামান মুন্না প্রমূখ। গণসংযোগ ও পথসভা গুলোতে বিপুল সংখ্যক সাধারণ জনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

সাইফুল আলম খান মিলন বলেন, এদেশের মানুষ আর অপশাসন-দুঃশাসন ও স্বৈরাচারি- ফ্যাসিবাদী শাসনে ফিরে যেতে চায় না। কারণ, তারা স্বাধীনতার পর সুশাসন ও জনগণের ভাগের পরিবর্তের নামে লুটেরাদের লুটপাট ও লাগামহীন জুলুমবাজী দেখছে।
তাই তারা এখন পরিবর্তন চায়।

দেশের মানুষ এখন আর পুরাতন প্রতীকে ভোট দিয়ে নতুন করে প্রতারিত হতে চান না। কারণ, তারা উপলব্ধি করতে পেরেছে যে, অতীতের শাসকরা জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে নিয়েছে।

তাই তারা এখন দাঁড়িপাল্লা প্রতীকের অনুক‚লে গণজোয়ার সৃষ্টি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে শরীক হতে চায়। তিনি দেশকে ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি ও ঘুষ করে করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে
ময়দানে আপোষহীন থাকার আহবান জানান।

তিনি বলেন, আগামী নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রশাসন থেকে দলবাজদের তাড়িয়ে দিয়ে নিরপেক্ষ লোকদের দিয়ে জনপ্রশাসন পুনর্গঠন করতে হবে। জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে নভেম্বরেই গণভোট এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে হবে।

সোজা কথায় কাজ না হলে আমরা আঙ্গুল বাঁকা করলে কেউ পালানোর পথ খুঁজে পাবেন না। তিনি দেশ বিরোধী যেকোন ষড়যন্ত্র
মোকাবেলায় সকলকে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement