জামায়াত নায়েবে আমির ডা. তাহের হাসপাতালে ভর্তি

জামায়াত নায়েবে আমির ডা. তাহের হাসপাতালে ভর্তি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৯, ২১ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বর্তমানে হাসপাতালের নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের (ফলোআপ) অংশ হিসেবে ভর্তি আছেন এবং সুস্থ আছেন। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) জামায়াতের ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় জানানো হয়েছে, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সুস্থতা ও দ্রুত সেরে ওঠার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

দলটির প্রচার বিভাগ জানিয়েছে, গত দুই মাস ধরে তিনি কিছুটা অসুস্থতা বোধ করছিলেন। এর আগে জাতিসংঘে প্রধান উপদেষ্টার সঙ্গে সফরের সময়ও তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছিলেন। বর্তমানে তার সেই চিকিৎসার ফলোআপ হিসেবে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসা চলমান।

এইভাবে, নায়েবে আমিরের স্বাস্থ্যসেবা অব্যাহত রয়েছে এবং চিকিৎসকরা তার সুস্থতা পর্যবেক্ষণ করছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement