হালান্ডের গোলঝড়, মেসির রেকর্ডের নিকটে

Published : ২০:৩৪, ২২ অক্টোবর ২০২৫
গোল করার জন্য যেন জন্মেছেন আর্লিং হালান্ড! ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকারের গোলের রেকর্ডের ধারা যেন থামছেই না।
চ্যাম্পিয়নস লিগের সেই রাতেও ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে তিনি প্রথম গোলটি করে নতুন ইতিহাসের এক ধাপ এগিয়ে গেছেন।
ম্যাচে ২-০ ব্যবধানে জয়ের প্রথম গোলটি এসেছে হালান্ডের পা থেকে। আর সেই এক গোলেই যোগ হয়েছে একটি চমকপ্রদ রেকর্ড—টানা ১২ ম্যাচে গোল করেছেন তিনি, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে। চলতি মৌসুমে হালান্ডের পারফরম্যান্সও অসাধারণ; মাত্র ১১ ম্যাচে তার গোলসংখ্যা ১৫!
শুধু তাই নয়, ইউরোপের সেরা আসর চ্যাম্পিয়নস লিগেও হালান্ডের পারফরম্যান্স নজরকাড়া। মাত্র ৫১ ম্যাচে করেছেন ৫৩ গোল, যা ইতিহাসের মাত্র আটজন খেলোয়াড়ই তার চেয়ে বেশি করেছেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হালান্ড এখনো ২৬ বছর বয়সে পৌঁছাননি। আগামী গ্রীষ্মে তিনি সেই মাইলফলকে পৌঁছাবেন। তুলনায়, লিওনেল মেসির বয়স যখন ২৬, তখন তার গোলসংখ্যা ছিল ৫৯টি। অর্থাৎ, পুরো ২০২৫/২৬ মৌসুমই এখন হালান্ডের জন্য নতুন রেকর্ডের সম্ভাবনার দিকে উন্মুক্ত।
ফুটবলবিশ্বে এখন একটাই প্রশ্ন—হালান্ড কি সক্ষম হবেন মেসি ও রোনালদোর রেকর্ডের রাজত্বে নতুন অধ্যায় লিখতে? তার ধারাবাহিক গোলের ঝড় দেখলে মনে হয়, উত্তর সম্ভাব্যভাবে ইতিবাচক।
বিডি/এএন