সোনার বাজারে স্বস্তির হাওয়া

Published : ২১:৪৭, ২২ অক্টোবর ২০২৫
টানা আট দফা বৃদ্ধির পর অবশেষে সোনার বাজারে নেমেছে দাম কমার হাওয়া। দেশের বাজারে ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এতে করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।
বুধবার (২২ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এ সিদ্ধান্তের কথা জানায়। জানানো হয়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে সোনার নতুন এই দর কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কিছুটা কমেছে। ফলে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে দেশীয় বাজারে সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে টানা আট দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। ফলে কয়েক মাস ধরে বাজারে ক্রেতাদের মধ্যে চরম চাপ সৃষ্টি হয়েছিল। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
তাদের মতে, আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফিরলে সোনার দামে আরও সমন্বয় আনা হতে পারে।
বিডি/এএন