জেমসের তৃতীয় বিয়ে, সংসারে এল নতুন সুখ

জেমসের তৃতীয় বিয়ে, সংসারে এল নতুন সুখ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩৬, ২২ অক্টোবর ২০২৫

ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি নগর বাউল জেমস আবারও বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর নতুন জীবনসঙ্গিনী আমেরিকান প্রবাসী নামিয়া আমিন, যিনি বর্তমানে নামিয়া আনাম হিসেবে পরিচিত। এটি দেশের এই জনপ্রিয় ব্যান্ডতারকার তৃতীয় বিয়ে।

জেমস ও নামিয়ার পরিচয় হয়েছিল ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে, তখন নগর বাউলের আমেরিকা ট্যুর চলছিল। ওই সময়ের শো’তেই তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হন। আমেরিকা ট্যুর শেষ হওয়ার পর জেমস দেশে ফিরে আসেন। কিছু সময়ের মধ্যেই নামিয়াও বাংলাদেশের পথে যাত্রা করেন এবং ২০২৪ সালের ১২ জুন তারা গাঁটছড়া বাঁধেন।

বিয়ের পর থেকে জেমস-নামিয়া দুজনে ঢাকার বনানীর বাসাতেই বসবাস করছেন। তাদের সংসারে এসেছে সুখবর—২০২৫ সালের ৮ জুন স্থানীয় সময় মধ্যরাত ৩টা ৩৫ মিনিটে নিউ ইয়র্কের হান্টিং টং হসপিটালে জন্ম হয় তাদের প্রথম পুত্র সন্তান জিবরান আনামের।

নামিয়ার পিতা নুরুল আমিন ও মাতা নাহিদ আমিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। নামিয়া নিজেও যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন এবং একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

জেমসের আগের বিবাহের প্রসঙ্গেও দেখা যায়—তিনি চিত্রনায়িকা রথি এবং আমেরিকান প্রবাসী বেনজীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০১৪ সালে পেশাগত কারণে তিনি দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে বিচ্ছিন্ন হন, কারণ বেনজীর একমাত্র কন্যা সন্তান জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন, আর জেমস গান ও দেশ ছাড়তে চাননি। প্রথম স্ত্রী রথির ঘরে জেমসের দুটি সন্তান—পুত্র দানিশ ও কন্যা জান্নাত—এরা বর্তমানে নিজেদের জীবনে ব্যস্ত।

নতুন জীবন ও সন্তানের খবর নিয়ে জেমস বলেছেন, “আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, গান গেয়ে যেতে চাই। সবার কাছে দোয়া চাই। সবাই আমাকে প্রার্থনায় রাখবেন।”

জেমসের বিয়ে ও সন্তানের খবর নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement