জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক বিরোধে সরকারের কঠিন চ্যালেঞ্জ

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক বিরোধে সরকারের কঠিন চ্যালেঞ্জ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৬, ৩০ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্ভূত তীব্র মতবিরোধ অন্তর্বর্তী সরকারের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “২৭০ দিন ধরে আলোচনা চলার পরও বড় রাজনৈতিক দলগুলোর অবস্থান এখনো পরস্পরবিরোধী—এটা অত্যন্ত হতাশাজনক। এই বিভাজনের মধ্যে কীভাবে একটি ঐকমত্যভিত্তিক দলিল পাস করা সম্ভব হবে, তা এখন আমাদের জন্য সবচেয়ে কঠিন বিষয়।”

তিনি আরও বলেন, “আমরা দেখছি, দলগুলোর মধ্যে শুধু বিষয়বস্তু নিয়েই নয়, প্রক্রিয়া নিয়েও গভীর মতানৈক্য রয়েছে। একটি পক্ষ বলছে গণভোট এখনই হতে হবে, আরেক পক্ষ বলছে পরে হতে পারে। আবার কেউ কেউ বলছেন, সংসদে গিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এত স্পষ্ট ও উত্তেজিত অবস্থান নেওয়া রাজনৈতিক দলের জন্য অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার কথা বলেন।”

ড. আসিফ নজরুল বলেন, “যদি কোনো রাজনৈতিক দল এককভাবে আল্টিমেটাম দেয় বা সরকারকে চাপ প্রয়োগ করতে চায়, তা স্পষ্টতই ঐকমত্যের ঘাটতি নির্দেশ করে। আলোচনার জন্য তাদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। এখন যদি তারা নিজেরাই বিভক্ত থাকে, তাহলে জুলাইয়ের সেই চেতনার প্রতিফলন কোথায়—তা ভাবার বিষয়।”

তিনি আরও জানান, “আজ ক্যাবিনেট বৈঠকে এ অনৈক্য নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। ঐকমত্য কমিশন দুইটি বিকল্প দিয়েছে—প্রথমত, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি বিশেষ আদেশ জারি করে গণভোট আয়োজন করা, আর দ্বিতীয়ত, বিষয়টি নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দেওয়া। এই দুই বিকল্পের মধ্যে কোনটি অধিক কার্যকর ও বাস্তবসম্মত হবে, সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর তীব্র মতবিরোধ রয়েছে।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “এই বিষয়ে বিরোধ এখন তীব্রতম পর্যায়ে। তবে যেভাবেই হোক, আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে হবে। প্রধান উপদেষ্টা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমরা উপদেষ্টারা তার সহায়ক ভূমিকা পালন করবো। সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে কেউ নেবেন না, বরং এটি হবে সমন্বিত ও দ্রুত কার্যকর পদক্ষেপ।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement