ইসির তালিকায় নতুন প্রতীক ‘শাপলা কলি’

ইসির তালিকায় নতুন প্রতীক ‘শাপলা কলি’ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৩, ৩০ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) অবশেষে প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে ইসি, যাতে স্বাক্ষর করেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

গত জুন মাসে নিবন্ধনের জন্য আবেদন করার সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পছন্দের প্রতীক হিসেবে ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ চেয়েছিল। পরে দলটি দুটি প্রতীক থেকে সরে এসে শুধুমাত্র ‘শাপলা’ প্রতীকেই জোর দেয়। কিন্তু রাজনৈতিক দলের জন্য বিদ্যমান প্রতীক তালিকায় ‘শাপলা’ না থাকায় এনসিপির আবেদন একাধিকবারই নাকচ করে দেয় নির্বাচন কমিশন।

এর আগে নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন দল, ‘শাপলা’ প্রতীকের জন্য আবেদন করেছিল, কিন্তু তাদের আবেদনও কমিশন খারিজ করে দেয়।

নিবন্ধন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হলেও, শুধুমাত্র প্রতীক বিষয়েই ইসির সঙ্গে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল এনসিপির। বিষয়টি নিয়ে একাধিকবার চিঠি আদান-প্রদান, বৈঠক ও আলোচনার আয়োজন করা হয়।

সবশেষ গত ৭ অক্টোবর এনসিপি আবারও কমিশনের কাছে ‘শাপলা’ প্রতীক রাখার অনুরোধ জানিয়ে সাতটি নমুনা প্রতীকের চিত্র পাঠায়। কিন্তু কমিশন তখনও তাদের প্রস্তাব গ্রহণ করেনি এবং জানায়, বিদ্যমান বিধিমালার তালিকা থেকেই একটি প্রতীক বেছে নিতে হবে। একইসঙ্গে ইসির পক্ষ থেকে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে উত্তর না এলে কমিশন নিজ সিদ্ধান্তে প্রতীক বরাদ্দ করবে।

গত ১৯ অক্টোবর ছিল প্রতীক পছন্দ জানানোর শেষ দিন। তবুও এনসিপি জানায়, তারা ‘শাপলা’ ছাড়া অন্য কোনো প্রতীক নিতে রাজি নয়। অবশেষে সব জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশন প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ নামটি যুক্ত করে।

এর মাধ্যমে এনসিপির দীর্ঘদিনের দাবি আংশিকভাবে পূরণ হলো, যা দলটির নিবন্ধন প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিলো।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement