বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের ব্যাংক ও বীমা খাতে ব্যাপক সংস্কার আনা হবে।
বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের রজতজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, সাধারণ মানুষ আর্থিক নিরাপত্তার প্রত্যাশায় বীমা করে থাকে। কিন্তু দীর্ঘদিনের অনিয়ম ও লুটপাটের কারণে অনেক গ্রাহক তাদের জমাকৃত অর্থ ফেরত পান না।
তার মতে, দেশের কিছু প্রতিষ্ঠান বহুদিন ধরে গ্রাহকদের ভোগান্তিতে রেখেছে, যা আর চলতে দেওয়া যাবে না। এসব কোম্পানিকে কঠোর জবাবদিহির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
আমির খসরুর ভাষায়, আগের সরকার রাজনৈতিক বিবেচনায় অসংখ্য ব্যাংক ও বীমা কোম্পানি অনুমোদন দিয়েছে। এতে আর্থিক খাতে অনিয়ম বাড়ার পাশাপাশি পুরো অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো ধরনের জবাবদিহি না থাকায় সাধারণ মানুষ চরমভাবে ক্ষতির মুখে পড়েছে।
তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ব্যাংক ও বীমা খাতে স্বচ্ছতা, শৃঙ্খলা এবং জবাবদিহি প্রতিষ্ঠা করা হবে, যাতে জনগণের অর্থ নিরাপদ থাকে এবং এসব খাতে আস্থা ফিরে আসে।
































