ট্রাম্পের নিষেধাজ্ঞায় আরও ৩০ দেশের নাগরিক তালিকায়

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আরও ৩০ দেশের নাগরিক তালিকায় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫৩, ৫ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র খুব শিগগিরই আরও ৩০টির বেশি দেশের নাগরিকদের ওপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে পারে—এমন তথ্য জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিকেরা জানতে চান, নিষেধাজ্ঞার তালিকায় দেশের সংখ্যা কি ৩২–এ উন্নীত হচ্ছে? নোয়েম সুনির্দিষ্ট সংখ্যা না জানালেও নিশ্চিত করেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত কিছু দেশকে নতুন তালিকায় যুক্ত করার প্রক্রিয়া মূল্যায়ন করছেন এবং মোট সংখ্যা ৩০–এর বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তা, সন্ত্রাসদমনের ঝুঁকি এবং বিদেশি হুমকি মোকাবিলার যুক্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নতুন বিধিনিষেধ কার্যকর হলে অভিবাসন, পর্যটন, শিক্ষা ও ব্যবসাসহ সব ধরনের ভ্রমণ যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধতার আওতায় আসবে।

নোয়েম আরও বলেন, যেসব দেশের সরকার অস্থিতিশীল বা যেসব দেশ নিজেদের নাগরিকদের সম্পর্কে সঠিক তথ্য সংরক্ষণে ব্যর্থ—সেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া নিরাপদ উপায় নয়।

রয়টার্সের আগের একটি প্রতিবেদনে উল্লেখ ছিল, ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ স্টেট ডিপার্টমেন্ট নথির ভিত্তিতে আরও ৩৬টি দেশকে সম্ভাব্য নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। ওয়াশিংটন ডিসিতে গত সপ্তাহে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার পর এই আলোচনাটি আরও গুরুত্ব পায়।

তদন্তকারীরা জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি একজন আফগান নাগরিক, যিনি ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ঢুকেছিলেন—এবং সেই কর্মসূচিতে যথাযথ স্ক্রিনিং হয়নি বলে ট্রাম্পের দাবি। এই ঘটনার পর ট্রাম্প ঘোষণা করেন, তিনি ‘থার্ড ওয়ার্ল্ড’ দেশগুলোর অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করতে চান, যদিও তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি।

এ ছাড়া, ট্রাম্পের নির্দেশনায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বাইডেন প্রশাসনের সময় অনুমোদিত আশ্রয়প্রার্থীদের মামলা নতুন করে যাচাই করছে এবং ১৯টি দেশের নাগরিকদের দেওয়া গ্রিন কার্ড পুনর্মূল্যায়নের প্রক্রিয়াও শুরু হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement