সব ঠিক থাকলে রোববারই লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে
Published : ১১:৪৯, ৫ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়া সম্ভব হচ্ছে না।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা অনুকূল থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে আগামী রোববার তাকে লন্ডনে স্থানান্তর করা হতে পারে।
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় পুরো প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব ঘটেছে।
শুক্রবার সকাল ১০টার দিকে বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি এখনো ঢাকায় না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডনে পাঠানোর প্রস্তুতি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানান, কারিগরি সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসছে না, তবে সব ঠিক থাকলে শনিবার আসতে পারে। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দিলে ৭ ডিসেম্বর, অর্থাৎ রোববার, তাকে লন্ডনের উদ্দেশে পাঠানো হবে।
এদিকে, চিকিৎসার জন্য শাশুড়ির সঙ্গে লন্ডনে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন।
বিডি/এএন




























