দেশে ফিরলেন জুবাইদা রহমান

দেশে ফিরলেন জুবাইদা রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৮, ৫ ডিসেম্বর ২০২৫

যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার কিছু পর তার বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নেন।

গতকাল বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা ছয়টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যেও আলোচনা চলছিল।

এদিকে আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার কারণে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ ঢাকা আসতে পারছে না। এর ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনায় কিছুটা বিলম্ব হচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি বিদেশ ভ্রমণের উপযোগী থাকে এবং চিকিৎসক দলের সিদ্ধান্ত অনুকূলে আসে, তবে আগামী রোববার (৭ ডিসেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement