বহু ভবন ভঙ্গুর, তবুও দায়িত্বশীল সংস্থার নীরবতা
Published : ১৫:৫৮, ৫ ডিসেম্বর ২০২৫
সাম্প্রতিক ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শতাধিক ভবনে ফাটল দেখা গেলেও এখনো পর্যন্ত এসব ঝুঁকিপূর্ণ বিল্ডিং নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, ভূমিকম্পের পরপরই বেশ কয়েকটি ভবনে দৃশ্যমান ফাটল ও কাঠামোগত ক্ষতির খবর প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো জরুরি পরিদর্শন বা সংস্কার কার্যক্রম শুরু হয়নি।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এসব ভবন যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিদর্শন একটি বাধ্যতামূলক প্রক্রিয়া হলেও বাস্তবে তা প্রায়ই অবহেলিত হয়।
তারা জানান, যথাসময়ে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সামান্য কম্পনেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।
এদিকে সাধারণ মানুষ বলছেন, সরকারের এই উদাসীনতার কারণে তারা প্রতিদিন ঝুঁকি নিয়ে ভবনে উঠানামা করছেন।
অনেকেই বাধ্য হয়ে বসতবাড়ি ছেড়ে আত্মীয়স্বজনের বাড়ি বা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
সরকারি দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তদন্ত দল গঠনের প্রক্রিয়া চলছে, শিগগিরই পরিদর্শন শুরু হবে। তবে কবে নাগাদ ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা প্রকাশ করা হবে—তা এখনো স্পষ্ট নয়।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ক্ষতির দায় সরকার এড়াতে পারবে না। তারা জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ সব ভবন পরিদর্শন, সংস্কার ও প্রয়োজনে উচ্ছেদ কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছেন।
বিডি/এএন

































