এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে জোবাইদা রহমানের গাড়িবহর

এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে জোবাইদা রহমানের গাড়িবহর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৯, ৫ ডিসেম্বর ২০২৫

জুবাইদা রহমান আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫) সকালে ঢাকায় পৌঁছেছেন এবং বিমানবন্দর থেকে সরাসরি এবারকেয়ার হাসপাতালের (Evercare Hospital)  উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার গাড়িবহর ইতোমধ্যে বিমানবন্দরের এলাকা ছেড়ে হাসপাতালের দিকে যাচ্ছে। 

আগমনের কারণ: তিনি তার শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সার্বিক পরিস্থিতি মূল্যায়ন ও পরবর্তী সিদ্ধান্ত নিতে লন্ডন থেকে এসেছেন।

চিকিৎসার অবস্থা: বেগম খালেদা জিয়া বর্তমানে এবারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবেও ডা. জুবাইদা রহমান কাজ করবেন।

পরবর্তী পরিকল্পনা: মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদিও একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও তা কারিগরি ত্রুটির কারণে আজ ঢাকায় পৌঁছায়নি, ফলে লন্ডনে পাঠানোর প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement