৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ
Published : ১৫:৩৯, ৫ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ এর উদ্যোগে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ৭ দফা দাবীর ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ৫-১২-২০২৫ খ্রি: তারিখ রোজ শুক্রবার সকাল ০৯.০০ ঘটিকায় বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক জনাব আসাদুল ইসলামের সঞ্চালনায় কেন্দ্রীয় শহীদ মিনার,
ঢাকায় ১:৪ অনুপাতে ১২ গ্রেডের সমন্বয়ে সর্বনিম্ন স্কেল ৩৫০০০/- টাকায় নির্ধারণ করে ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি ২০২৬ থেকে তা বাস্তবায়নের দাবিতে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য, জনাব জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন, জনাব নুরুল হক নুর(ভিপি নুর), সভাপতি, গণঅধিকার পরিষদ।
উপস্থিত সকল নেতৃবৃন্দ অত্র সংগঠনের ৭ দফা দাবির ভিত্তিতে ৯ম পে-স্কেল ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রি: তারিখের মধ্যে গেজেট প্রকাশ, ১ জানুয়ারি ২০২৬ থেকে তা বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন। উক্ত মহাসমাবেশে সভাপতিত্ব করেন জনাব মো: ওয়ারেছ আলী, মুখ্য সমন্বয়ক, বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ।
মহাসমাবেশে সেক্রেটারিয়েট সার্ভিস এসোশিয়েশন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ,
১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি, সমন্বয় পরিষদসহ জাতীয় ভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
এছাড়াও, রাজধানী ঢাকাসহ দেশের ৬৪টি জেলার সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেক্টর ও কর্পোরেশনের সংগঠনসমূহের নেতৃবৃন্দ ও চাকুরিজীবীগণ মহাসমাবেশে উপস্থিত ছিলেন।
মহাসমাবেশ থেকে ১:৪ এর ভিত্তিতে ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন-স্কেল ৩৫০০০/- ও সর্বোচ্চ ১৪০০০০/- টাকায় ৯ম পে-স্কেল ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে গেজেট জারী, জানুয়ারি ২০২৬ থেকে ৯ম পে-স্কেল কার্যকর সহ ৭ দফা দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সদয় হস্তক্ষেপ কামনা করা হয়।
আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী কমসূচি প্রদান করা হবে মর্মে সমসবেশ থেকে ঘোষণা করা হয় ।
বিডি/এএন

































