খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩২, ৫ ডিসেম্বর ২০২৫

কাতার সরকারের তত্ত্বাবধানে জার্মানি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসছে। বিষয়টি শুক্রবার (৫ ডিসেম্বর) নিশ্চিত করেছে ঢাকাস্থ কাতার দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, অ্যাম্বুলেন্স বিমানটি জার্মানির একটি বিশেষায়িত কোম্পানির হলেও পুরো ভাড়া প্রক্রিয়া থেকে শুরু করে অপারেশনাল সব ব্যবস্থাপনা করছে কাতার সরকার। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামীকাল শনিবার বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় নামবে। এ জন্য প্রয়োজনীয় অবতরণ ছাড়পত্রও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি জটিলতার কারণে এয়ার অ্যাম্বুলেন্সের আগমন এক দিন পিছিয়েছে।

অন্যদিকে, একই দিন বেলা পৌনে ১১টার দিকে জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানে নামার পর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।

জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রোববার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেবে এয়ার অ্যাম্বুলেন্স।

চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার এই যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার পরিবারের সদস্যরা—লন্ডন থেকে আগত জুবাইদা রহমান এবং দীর্ঘদিন হাসপাতালে তাঁর দেখাশোনা করে আসা প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। তাদের সঙ্গে থাকবেন মেডিক্যাল বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement