যুক্তরাজ্যে নেওয়ার হচ্চে শরিফ ওসমান হাদিকে

যুক্তরাজ্যে নেওয়ার হচ্চে শরিফ ওসমান হাদিকে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৩, ১৭ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ চলছে। সিঙ্গাপুরে প্রয়োজনীয় জটিল অপারেশন সম্ভব না হওয়ায় তাঁকে ব্রিটেনের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সাইফ উদ্দিন খালেদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, সিঙ্গাপুরে কাঙ্ক্ষিত চিকিৎসা না পাওয়ায় হাদীকে ইউকে-তে নেওয়ার প্রচেষ্টা চলছে এবং এ জন্য সকলের দোয়া প্রয়োজন।

এ বিষয়ে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর নেতা মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, হাদীর জন্য যে বিশেষ ধরনের চিকিৎসা ও অপারেশন প্রয়োজন, তা সিঙ্গাপুরের হাসপাতালে সম্ভব নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, যদি তাঁকে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া যায়, সেটিই হতে পারে চিকিৎসার শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ।

এদিকে, হাদীকে যুক্তরাজ্যে স্থানান্তরের প্রক্রিয়া সহজ করতে ইউকে-তে বসবাসরত ভাই-বোনদের সহযোগিতা চাওয়া হয়েছে। মঞ্জু জানান, আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করলে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও বিস্তারিত জানানো হবে, যাতে দ্রুত সহায়তা নিশ্চিত করা যায়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement