ফয়সালকে দ্রুত গ্রেপ্তার করে সামনে আনতে হবে: জুমা

ফয়সালকে দ্রুত গ্রেপ্তার করে সামনে আনতে হবে: জুমা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০০, ১৭ ডিসেম্বর ২০২৫

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেছেন, ওসমান হাদির ওপর হামলার মূল অভিযুক্ত ফয়সালকে জীবিত অবস্থায় দ্রুত গ্রেপ্তার করে জনসম্মুখে হাজির করতে হবে। তিনি মনে করেন, এ ঘটনায় জড়িতদের ধরতে দেরি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

একটি ফেসবুক পোস্টে জুমা জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সাক্ষাৎকালে তিনি নিশ্চিত হয়েছেন যে, ঘটনার মাত্র ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই দেশের সীমান্ত সিল করে দেওয়া হয়েছিল।

এই তথ্য থেকেই স্পষ্ট হয় যে, অপরাধী এখনো দেশের ভেতরেই রয়েছে। তবে তাকে সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে—এমন প্রচারণা চালিয়ে মূল অভিযুক্তকে ধরাছোঁয়ার বাইরে রাখার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এসব প্রচেষ্টাকে তিনি ঘটনার গুরুত্ব হালকা করে দেখানোর চেষ্টা হিসেবে উল্লেখ করেন।

ফাতিমা তাসনিম জুমা আরও বলেন, শুধু ফয়সাল নয়, এই হামলার সঙ্গে জড়িত পুরো সিন্ডিকেটকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং জনসম্মুখে হাজির করতে হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে একটি জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখানে ওসমান হাদিকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই আলোচনায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অংশ নেন।

এরপর ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং সেখানকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ফাতিমা তাসনিম জুমার এই বক্তব্য ও দাবি এখন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে, যেখানে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার বিষয়ে জনমনে প্রত্যাশা তৈরি হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement