হাদিকে নিয়ে বাস্তবতা জানালেন ডা. রাফি

হাদিকে নিয়ে বাস্তবতা জানালেন ডা. রাফি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:১২, ১৭ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স অ্যান্ড স্পোর্টস সার্জারি বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডা. আব্দুল্লাহ আল রাফি।

তিনি বলেন, ইনশাআল্লাহ ওসমান হাদি আমাদের মাঝে ফিরবেন, তবে খুব অল্প সময়ের মধ্যে তার ফেরার কোনো বাস্তব সম্ভাবনা নেই। এ বিষয়ে কেউ দ্রুত সুস্থ হয়ে ফেরার আশা করলে সেটিকে অবাস্তব কিংবা অযৌক্তিক প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় হাদির শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডা. রাফি।

তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ অত্যন্ত শক্তিশালী ও আধুনিক। এই হাসপাতালে নিউরোসার্জারির জন্য আলাদা করে ন্যাশনাল নিউরোসাইন্স ইনস্টিটিউট (এনএনআই) রয়েছে, যেখানে রোবোটিক সার্জারিসহ সব ধরনের উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়।

ডা. রাফি বলেন, যেহেতু ওসমান হাদির মাথার ভেতরে এখনও বুলেটের একটি অংশ থাকার তথ্য রয়েছে, তাই তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ইন্ট্রা-অপারেটিভ এমআরআই করা প্রয়োজন হবে।

এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। যদি সার্জনদের এমন কোনো পরিকল্পনা থাকে, তাহলে এখানেই তা বাস্তবায়ন করা সম্ভব। তিনি উল্লেখ করেন, এ ধরনের সার্জারি বাংলাদেশ বা আশপাশের দেশগুলোতে এখনো নেই।

সে কারণে হাদির চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্তকে পরিবারের পক্ষ থেকে একটি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

তবে হাদির বর্তমান জিসিএস-থ্রি কন্ডিশনের কথা উল্লেখ করে ডা. রাফি বলেন, এই অবস্থায় থাকা রোগীদের ক্ষেত্রে দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম। এতে দীর্ঘ সময় লেগে যায়।

উদাহরণ দিয়ে তিনি বলেন, কিছুদিন আগে এই হাসপাতালেই একজন গুরুতর হেড ইনজুরি নিয়ে ভর্তি হয়েছিলেন, যার অবস্থা হাদির মতোই সংকটাপন্ন ছিল।

সেই রোগীকেও প্রায় তিন মাস আইসিইউতে থাকতে হয়েছে। ফলে এটি কোনো দু-এক দিনের বিষয় নয় বলে তিনি জানান। হাদিকে রাতারাতি সুস্থ করা সম্ভব নয়।

এমনকি উন্নতি হলেও তাকে দীর্ঘ সময় আইসিইউতে থাকতে হতে পারে এবং পরবর্তীতে নানা ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়েও যেতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই চিকিৎসক।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement