জামালপুরে আ.লীগের চার নেতা গ্রেপ্তার

জামালপুরে আ.লীগের চার নেতা গ্রেপ্তার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩১, ১৭ ডিসেম্বর ২০২৫

জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হলো যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে। জেলা গোয়েন্দা পুলিশ এবং সদর থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানের মাধ্যমে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে চারজনকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামালপুর জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সবুজ আহমেদ এবং মেলান্দহ পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলীকে গ্রেপ্তার করে।

একই সময় সদর থানা পুলিশের একটি দল সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন শাহীন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলমকে তাদের নিজ বাড়ি থেকে আটক করে।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ জানান, এই অভিযান “ডেভিল হান্ট ফেজ-২” মোতাবেক পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃত চার নেতার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement