যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ঘোষণা দিয়েছেন যে, তিনি জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
স্থানীয় সময় বুধবার রাত ৯টায়, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টায়, হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে সরাসরি এই ভাষণ সম্প্রচার করা হবে।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানিয়েছেন, ভাষণের মূল বিষয় হবে ট্রাম্প প্রশাসনের গত ১১ মাসের অর্জন তুলে ধরা। এছাড়া আগামী তিন বছরের জন্য প্রশাসনের পরিকল্পনাসমূহের রূপরেখাও প্রেসিডেন্ট প্রকাশ করবেন। লেভিট বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ ভাষণ হতে যাচ্ছে। প্রেসিডেন্ট গত ১১ মাসে যেসব উদ্যোগ নিয়েছেন, সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরবেন। পাশাপাশি কীভাবে যুক্তরাষ্ট্রকে আবার ‘গ্রেট’ করা যায়, তারও পথনির্দেশ দেবেন।”
ভাষণের আগে ট্রাম্প পোস্টে লিখেছেন, “বুধবার রাত ৯টায় হোয়াইট হাউস থেকে আপনাদের সঙ্গে দেখা হবে।” তিনি আরও বলেছেন, চলতি বছর যুক্তরাষ্ট্রের জন্য ভালো হলেও ‘সেরা সময় এখনও সামনে অপেক্ষা করছে’।
গত ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প ইতোমধ্যে ১১ মাস পার করেছেন। এই সময়ে তার বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানার জন্য বিশ্ববাসীর নজর এখন এই ভাষণের দিকে।


































