দোন্নারুমা ও হ্যাম্পটনের ফিফা বর্ষসেরা গোলরক্ষক

দোন্নারুমা ও হ্যাম্পটনের ফিফা বর্ষসেরা গোলরক্ষক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:৫৯, ১৭ ডিসেম্বর ২০২৫

পিএসজির হয়ে গত মৌসুমটি অসাধারণভাবে পার করেছেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। ফরাসি ক্লাবের ট্রেবল জয়ের পথে তিনি গোলবারের অতন্দ্রপ্রহরীর দায়িত্ব পালন করেছেন এবং দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ইতালিয়ান এই গোলরক্ষক ২৬ বছর বয়সে ফিফা বর্ষসেরা গোলরক্ষকের খেতাব অর্জন করেছেন, যা তার ক্যারিয়ারের প্রথম ফিফা বর্ষসেরা পুরস্কার। এর আগে ২০২৪ সালে পিএসজির হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ জিতেছেন।

মেয়েদের দলে বর্ষসেরা গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন হান্নাহ হ্যাম্পটন। ২০২৫ সালে ইংল্যান্ডের মেয়েদের জাতীয় দল ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই দলের গোলরক্ষক ছিলেন চেলসির হ্যাম্পটন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাতারের দোহায় মঙ্গলবার রাতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেন। দোন্নারুমার অসাধারণ পারফরম্যান্স ও পেশাদারিত্বের স্বীকৃতিতে এই খেতাব তাকে আন্তর্জাতিক স্তরে বিশেষ মর্যাদা দিয়েছে। বর্তমানে তিনি ম্যানচেস্টার সিটির গোলবার সামলাচ্ছেন এবং আগামি মৌসুমেও দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement