প্রথম আলো–ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন আহমেদ।

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১৭, ২১ ডিসেম্বর ২০২৫

দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারে হামলার ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য সারাবিশ্ব দেখেছে। এটা আমাদের জাতির জন্য লজ্জার। এটাকে শুধু দুঃখ প্রকাশ বা ক্ষমা চেয়ে শেষ করা যাবে না।”

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও ও টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, এই ঘটনায় সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। তিনি প্রশ্ন তুলে বলেন, “আমরা জেনেছি হামলার বিষয়ে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল। তাহলে সেটা কেন আমলে নেওয়া হলো না?”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো সত্ত্বেও এক-দুই ঘণ্টা পর তারা সাড়া দিয়েছে বলে শুনেছি। কেন এমন বিলম্ব? কাদের হাতে আমরা এই রাষ্ট্রব্যবস্থা তুলে দিচ্ছি? নিরপেক্ষ নির্বাচনের জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ।”

বিএনপির এই নেতা বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে গণমাধ্যমকে চিহ্নিত করে টার্গেট করে হামলা চালানো হচ্ছে। কিছু স্থাপনা ও ঠিকানায় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ক্ষেত্রে সরকারের দুর্বলতাকেই দায়ী করে তিনি বলেন, এসব কর্মকাণ্ড আরও কঠোর হাতে দমন করতে হবে।

গণতন্ত্র প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশ নিয়ে মানুষের প্রত্যাশা ও গণ-আকাঙ্ক্ষা অনেক বেশি। বাংলাদেশের মানুষ পূর্ণ গণতন্ত্র চায়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, যাতে সেগুলো গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলেন। সাংবাদিকদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবসময় আমাদের দেশের পক্ষেই থাকতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণ বিএনপিকে দেয়, তাহলে গণমাধ্যমের প্রতি আমাদের সহযোগিতা থাকবে সর্বোচ্চ।”

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, জনগণ আশা করছে তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। “তিনি বাধ্য হয়ে দীর্ঘ ১৮ বছর কষ্টকর নির্বাসিত জীবন কাটিয়েছেন। তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্র পুনর্গঠনের জন্য কাজে লাগাতে চাই— এটাই আমাদের প্রত্যাশা,” বলেন তিনি।

আরএইচ/ ঢাকা

শেয়ার করুনঃ
Advertisement