সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে বিসিবির বক্তব্য

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে বিসিবির বক্তব্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২০, ২৫ ডিসেম্বর ২০২৫

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় বর্তমান পরিস্থিতিতে তিনি দেশে ফিরতে পারছেন না।

ফলে জাতীয় দলের ব্যস্ততা থেকে দূরে থেকে এখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই সময় কাটাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে সব অনিশ্চয়তার মধ্যেও দেশের হয়ে আবার মাঠে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব। বিশেষ করে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলতে চান বলে সম্প্রতি জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নিজের মতামত তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেন, সাকিব আল হাসানের বর্তমান ফিটনেস ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিলে তার আরও বেশ কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সক্ষমতা রয়েছে।

তবে তিনি আদৌ জাতীয় দলে খেলবেন কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি নির্বাচক কমিটির এখতিয়ার। নির্বাচকরা যাকে দলের জন্য প্রয়োজন মনে করবেন, তাকেই বিবেচনায় নেবেন।

আমজাদ হোসেন আরও বলেন, বর্তমান বাস্তবতায় সাকিব নির্বাচনের জন্য উপলব্ধ নন এবং তিনি দেশে অবস্থান করছেন না। কিন্তু ভবিষ্যতে যদি পরিস্থিতি বদলায় এবং তিনি দেশে ফিরে আসেন, পাশাপাশি ফিটনেস ও ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে তিনি দীর্ঘ সময় ধরে খেলতে পারবেন। সে ক্ষেত্রে ভক্তরাও আবার তাকে জাতীয় দলের জার্সিতে দেখতে আগ্রহী হবে।

উল্লেখ্য, সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, যা তার ক্রিকেট ক্যারিয়ারে কিছুটা প্রভাব ফেলেছে বলে অনেকের ধারণা। তবে এ বিষয়ে আমজাদ হোসেনের মত স্পষ্ট। তিনি মনে করেন, ক্রিকেট সবসময় রাজনীতির ঊর্ধ্বে থাকবে। তার ভাষায়, ক্রিকেট কোনো দল বা মতের নয়—এটি সবার খেলা। বাংলাদেশের ক্রিকেট আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে এই নিরপেক্ষতাই বড় ভূমিকা রেখেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবাই দল-মত নির্বিশেষে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করবে এবং আল্লাহর ইচ্ছাতেই ভবিষ্যতে সবকিছু নির্ধারিত হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement