স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৪২, ২৭ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তাসনিম জারা লেখেন, খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে তিনি বলেন—তিনি এই এলাকারই ঘরের মেয়ে। খিলগাঁওতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। শুরু থেকেই তাঁর স্বপ্ন ছিল কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষ ও দেশের জন্য কাজ করার। তবে বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও লেখেন, এলাকার মানুষ ও দেশবাসীর কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের জন্য এবং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে তিনি লড়াই করবেন। পরিস্থিতি যাই হোক না কেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপারে তিনি অটল। সে কারণেই তিনি এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে অংশ নিতে চান।

পোস্টে তাসনিম জারা আরও উল্লেখ করেন, কোনো দলের প্রার্থী হলে স্থানীয় কার্যালয়, সুসংগঠিত কর্মীবাহিনী এবং সরকার ও প্রশাসনের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলার সুযোগ থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এসব সুবিধা তাঁর থাকবে না। এক্ষেত্রে তাঁর একমাত্র ভরসা এলাকার মানুষ। সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতির প্রতি তাঁর দৃঢ় প্রত্যয়ের ওপর আস্থা রেখে যদি ভোটাররা তাকে সমর্থন দেন, তবেই তিনি তাদের সেবা করার সুযোগ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement