বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মান্নার মনোনয়ন বাতিল

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মান্নার মনোনয়ন বাতিল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৪, ২ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার দাখিল করা হলফনামায় তথ্যগত অসংগতি পাওয়া যাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামার সঙ্গে সম্পদের বিবরণী সংক্রান্ত নির্ধারিত ফরম জমা না দেওয়ায় তার মনোনয়ন গ্রহণযোগ্য হয়নি।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণ অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার এবং জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ।

যাচাই-বাছাই শেষে তথ্যগত ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও বাকি প্রার্থীদের বিষয়ে প্রাথমিকভাবে কোনো আপত্তি ওঠেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement