খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২১, ২ জানুয়ারি ২০২৬

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বিএনপি চেয়ারপার্সন সদ্য প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই) এর আয়োজনে দিনব্যাপী খতমে কুরআন তেলাওয়াত ও এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বাদ আসর মতিঝিলস্থ ফেডারেশন ভবনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে -এফবিসিসিআই সাধারণ সদস্যবৃন্দ ও সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

আধিপত্যবাদ বিরোধী ইস্পাত দৃঢ় ভূমিকা, দেশ ও গণতন্ত্রের প্রশ্নে আপোসহীনতার জন্য বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই) মরহুমা বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় শোকাভিভূত। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত জিয়া পরিবারের সদস্যদের বিশেষ করে তারেক রহমানের ধৈর্য্য ধারণ এবং সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকির হোসেন নয়ন, আহবায়ক, বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই) পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন ও পরিষদের উপদেষ্টা গিয়াসউদ্দিন চৌধুরী খোকনসহ নেতৃবৃন্দ। পরিশেষে, আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement