বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের সমন্বয়ে একসঙ্গে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের সমন্বয়ে একসঙ্গে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:০৪, ৩ জানুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-এ অংশগ্রহণকারী সব দেশ ও প্রতিষ্ঠানের প্রতি পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং সম্মিলিত উদ্যোগের মানসিকতা নিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। মেলা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

তিনি জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মেলাটি ১ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে মেলার তারিখ পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার ৩ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে মেলার কার্যক্রম শুরু হবে।

বাণীতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। তার ভাষায়, বাংলাদেশের বিপুল সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য এই মেলা একটি ব্যতিক্রমী ও কার্যকর প্ল্যাটফর্ম।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে মেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাসব্যাপী এই আয়োজন দেশি-বিদেশি দর্শক, ক্রেতা ও আমদানিকারকদের সামনে বাংলাদেশে উৎপাদিত মানসম্মত পণ্য উপস্থাপনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে এই মেলার মাধ্যমে দেশীয় উদ্যোক্তা ও ভোক্তারাও আন্তর্জাতিক বাজারে প্রচলিত বিদেশি পণ্যের মান, নকশা, প্রযুক্তি এবং বৈশ্বিক বাণিজ্যের গতিপ্রকৃতি সম্পর্কে বাস্তব ধারণা অর্জনের সুযোগ পান।

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই মেলার মধ্য দিয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

সব অংশীজনের সক্রিয় ও কার্যকর অংশগ্রহণে মেলাটি একটি সুন্দর, সুশৃঙ্খল, ক্রেতাবান্ধব ও উৎসবমুখর আয়োজনে পরিণত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬’-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement