অ্যাক্সোলটল নিয়ে আগ্রহ বাড়ছে বিজ্ঞানীদের

অ্যাক্সোলটল নিয়ে আগ্রহ বাড়ছে বিজ্ঞানীদের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৫৩, ২ জানুয়ারি ২০২৬

বিরল উভচর প্রাণী অ্যাক্সোলটল (Axolotl) বর্তমানে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের আগ্রহের বিষয় হয়ে উঠেছে। মূলত মেক্সিকোর জোচিমিলকো হ্রদ এলাকায় পাওয়া যায় এই প্রাণীটি। তবে পরিবেশ দূষণ ও আবাসস্থল সংকুচিত হওয়ায় প্রাকৃতিক পরিবেশে অ্যাক্সোলটলের সংখ্যা কমে যাচ্ছে।

অ্যাক্সোলটলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর শরীরের হারানো অংশ আবার গজিয়ে ওঠার ক্ষমতা। হাত-পা, লেজ এমনকি শরীরের ভেতরের কিছু অঙ্গও পুনরায় তৈরি করতে পারে এই প্রাণী। এ কারণেই চিকিৎসা ও জীববিজ্ঞান গবেষণায় অ্যাক্সোলটল গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষকরা।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যাক্সোলটলের এই পুনর্জন্ম ক্ষমতা ভবিষ্যতে মানুষের অঙ্গ প্রতিস্থাপন, ক্ষত নিরাময় ও স্নায়ু পুনর্গঠন সংক্রান্ত গবেষণায় সহায়ক হতে পারে। বিশ্বের বিভিন্ন গবেষণাগারে এই প্রাণী নিয়ে নিয়মিত গবেষণা চলছে।

তবে প্রাকৃতিক পরিবেশে অ্যাক্সোলটলের অস্তিত্ব হুমকির মুখে। নগরায়ণ, জলাশয় দূষণ এবং অবৈধ মাছ চাষ এর প্রধান কারণ। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (আইইউসিএন) অ্যাক্সোলটলকে বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত করেছে।

এ পরিস্থিতিতে মেক্সিকো সরকার ও বিভিন্ন সংস্থা অ্যাক্সোলটল সংরক্ষণে নানা উদ্যোগ নিচ্ছে। কৃত্রিম প্রজনন, আবাসস্থল সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, অ্যাক্সোলটল সংরক্ষণ শুধু একটি প্রাণী রক্ষার বিষয় নয়, বরং ভবিষ্যৎ বৈজ্ঞানিক গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement