প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে; সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে হাসনাত

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে; সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে হাসনাত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৫৬, ২ জানুয়ারি ২০২৬

কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রশাসনের সাম্প্রতিক আচরণে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটা সম্ভব—তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, যাচাই-বাছাইকালে তিনি ও তার আইনজীবী ওই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর হলফনামায় তথ্য গোপনের বিষয়টি তুলে ধরেন।

তাদের দাবি, সংশ্লিষ্ট প্রার্থী একজন ব্যাংক ঋণখেলাপি হওয়া সত্ত্বেও হলফনামায় সেই তথ্য গোপন করেছেন। পাশাপাশি হাইকোর্টের একটি স্থগিতাদেশের বিষয়ও উল্লেখ করা হয়নি, যা ব্যক্তিগত তথ্য গোপনের শামিল।

তিনি বলেন, “নির্বাচনি বিধিমালায় স্পষ্ট বলা আছে—কোনো প্রার্থী যদি প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য গোপন করেন, তাহলে তার প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। পর্যাপ্ত তথ্য ও যুক্তি উপস্থাপন করার পরও প্রশাসনের ভূমিকা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে।”

এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা বাগবিতণ্ডা হয়। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান অভিযোগ নিষ্পত্তিতে নিয়ম অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেন।

সব অভিযোগ ও পাল্টা অভিযোগের পর যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা হাসনাত আবদুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সী—দুজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরও যাচাই-বাছাই শেষে দুই প্রার্থী সৌজন্য সাক্ষাৎ করেন, যা নির্বাচনী পরিবেশে সৌহার্দ্য বজায় রাখার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement