চুয়াডাঙ্গায় যুবদল নেতা সহ ১৫ বিএনপি কর্মীর জামায়াতে যোগ

চুয়াডাঙ্গায় যুবদল নেতা সহ ১৫ বিএনপি কর্মীর জামায়াতে যোগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৪৩, ২ জানুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফা এবং আহ্বায়ক কমিটির সদস্য শাহাবুল ইসলামসহ একাধিক নেতা-কর্মী।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর বিলাল কিন্ডারগার্টেন স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের দলে স্বাগত জানানো হয়। জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ও সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে জানানো হয়, জামায়াতে ইসলামের আদর্শ ও লক্ষ্য দ্বারা অনুপ্রাণিত হয়েই তারা এই দলে যোগদান করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন বলেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। দুনিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিমুখী রাজনৈতিক শক্তির বিকল্প নেই। তিনি বলেন, জামায়াতে ইসলামী সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

৫ আগস্টের পরেও দলের আদর্শ ও অবস্থানে কোনো পরিবর্তন আসেনি, যদিও অন্যান্য অনেক দলে পরিবর্তনের চিত্র দেখা গেছে। যারা আজ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন, তারা সবাই পারস্পরিক ভ্রাতৃত্ববোধ নিয়ে সুখ-দুঃখ ও সংকটে একসঙ্গে থাকার অঙ্গীকার করেছেন। তিনি আরও বলেন, সাধারণ ভোটাররা সব দলকে সুযোগ দিয়ে দেখেছেন, এবার তারা জামায়াতে ইসলামীর পাশে দাঁড়াতে চান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি ও ১ নম্বর আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর হাসিবুল ইসলাম, নায়েবে আমীর আশিক মাহবুব শফি, পৌর সেক্রেটারি মোস্তফা কামালসহ জেলা ও পৌর পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় যারা জামায়াতে ইসলামীতে যোগ দেন তাদের মধ্যে রয়েছেন এম এইচ মোস্তফা, শাহাবুল ইসলাম, মিলন হোসেন, হাফিজুল ইসলাম, বিএনপি নেতা তেতুল হোসেন ও দুখু মিয়া, ছাত্রদল নেতা দুল আমিন হোসেন, আরাফাত হোসেন, মানিক আলী, রিয়াদ হোসেন, রিফাত হোসেন, সাব্বির হোসেন, আকমান হোসেন, জাহিদ হোসেন ও আশরাফুল ইসলাম।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর ইনসাফ কমিটির সভাপতি খবির উদ্দিন খবা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনসাফ কমিটির সেক্রেটারি সোলাইমান হক।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement