নন-লাইফ বীমা ব্যবসায় কমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি

নন-লাইফ বীমা ব্যবসায় কমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:১৭, ২ জানুয়ারি ২০২৬

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কর্তৃক জারীকৃত সার্কুলার নং নন-লাইফ-১০৯/২০২৫, তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৫ইং এর মাধ্যমে নন-লাইফ বীমাকারীদের আওতাধীন সকল ব্যক্তি বীমা এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে, যা ১লা জানুয়ারী ২০২৬ইং থেকে কার্যকর হবে।

যেহেতু উক্ত তারিখ থেকে বৈধ ব্যক্তি বীমা এজেন্টদের লাইসেন্স কার্যকর থাকবে না, সেহেতু কোনো প্রকার কমিশন প্রদানের সুযোগ থাকবে না।
উল্লেখ্য, বীমা আইন, ২০১০ এর ধারা ৫৮(১) অনুযায়ী বীমা এজেন্ট ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে কমিশন অথবা অন্য কোনো নামে পারিশ্রমিক/পারিতোষিক পরিশোধ করার কোনো সুযোগ নেই।

উপরোক্ত নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান বীমা আইন ও বিধিমালার আওতায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কর্তৃপক্ষ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমতাবস্থায় সকল নন-লাইফ বীমাকারী প্রতিষ্ঠানকে কমিশনপ্রদান নিষিদ্ধ সংক্রান্ত উপরোক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে পরিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিঃ কর্তৃপক্ষ
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement