৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
Published : ১৭:০৮, ২ জানুয়ারি ২০২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে অন্তর্বর্তী সরকারকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি।
আগামী ২৪ কার্যদিবসের মধ্যে হাদির হত্যাকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার (তারিখ উল্লেখযোগ্য) রাজধানীতে এক কর্মসূচিতে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি বলেন, “কিছু গণমাধ্যমে ৩০ কার্যদিবসের কথা বলা হলেও আমরা স্পষ্ট করে বলছি—২৪ কার্যদিবসের মধ্যেই দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে বিচার না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওসহ দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। “ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না,”—বলেন তিনি।হত্যাকাণ্ডের পটভূমি
শরিফ ওসমান বিন হাদি ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের পর থেকেই ইনকিলাব মঞ্চ নিয়মিত রাজপথে কর্মসূচি পালন করে আসছে।
মামলার অগ্রগতি ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মামলায় পুলিশ ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া দুইজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে।
সরকারের অবস্থান
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে মামলার চার্জশিট জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে ইনকিলাব মঞ্চের নেতারা বলছেন, অতীতে বিচার বিলম্বের নজির রয়েছে। তাই এবার তারা আর কোনো আশ্বাসে সন্তুষ্ট নন। বিচার প্রক্রিয়ায় বিলম্ব হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর ও লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বিডি/এএন































