জামাল উদ্দিনের পরিবারকে ফোন করে খোঁজ নিলেন তারেক রহমান

জামাল উদ্দিনের পরিবারকে ফোন করে খোঁজ নিলেন তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:০৪, ৩ জানুয়ারি ২০২৬

নোয়াখালী থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি নিহত নেতার পরিবারের খোঁজ-খবর নিয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের আগে জামাল উদ্দিনের বড় সন্তানের মোবাইল ফোনে যোগাযোগ করে তারেক রহমান শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। ফোনালাপে তিনি মরহুম জামাল উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানান। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাল উদ্দিন ইন্তেকাল করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন গুরুতর আহত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারেক রহমান তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে তার মৃত্যুর সংবাদ জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের খোঁজ-খবর নেন। এছাড়া সুযোগ পেলে ভবিষ্যতে তিনি জামাল উদ্দিনের পরিবারের সদস্যদের সরেজমিনে দেখতে যাবেন বলেও জানা গেছে।

নিহত জামাল উদ্দিনের বড় ছেলের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, তিনি তাদের কষ্ট ও বেদনা অনুভব করতে পারেন, কারণ একই ধরনের বেদনার অভিজ্ঞতা তার নিজের জীবনেও রয়েছে। তিনি বলেন, এখন আমাদের প্রধান দায়িত্ব হলো মরহুমের জন্য দোয়া করা এবং তার পরিবারের পাশে থাকা। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে ভাইদের একসঙ্গে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিশ্চয়ই তাদের বাবা সেটাই দেখতে চেয়েছিলেন। তিনি আল্লাহর কাছে মরহুমের জন্য জান্নাত কামনা করেন।

জামাল উদ্দিন নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি ওই ওয়ার্ডের আরশাদ মিয়ার সন্তান এবং তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী শাহজাহান জানান, গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদী থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসটি কুমিল্লার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ৩২ জন নেতাকর্মী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিএনপি নেতা জামাল উদ্দিন ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপি কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শেষ পর্যন্ত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাল উদ্দিনের মৃত্যু হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement