আইসিসি থেকে যত টাকা পায়, জানাল বিসিবি

আইসিসি থেকে যত টাকা পায়, জানাল বিসিবি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২২, ১১ জানুয়ারি ২০২৬

সাবেক অধিনায়ক তামিম ইকবালের এক বক্তব্য ঘিরে সম্প্রতি আলোচনার জন্ম দিয়েছে বিসিবির আয়ের উৎস।

তামিম দাবি করেছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের মোট রাজস্বের প্রায় ৯০–৯৫ শতাংশই পায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে। এই মন্তব্যের পর অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দেয়—বাস্তবে কি বিসিবি আইসিসির ওপর এতটাই নির্ভরশীল?

এ প্রসঙ্গে এবার আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে জানিয়েছেন, আইসিসি থেকে বিসিবি বছরে গড়ে মোট আয়ের প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশ পেয়ে থাকে।

তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে বিসিবির নিজস্ব আয়ে কিছুটা ঘাটতি দেখা দিলেও আইসিসি থেকে প্রাপ্ত অর্থ কখনোই ৯০ শতাংশের বেশি নয়, যেমনটা তামিম ইকবাল মন্তব্য করেছিলেন।

তামিমের এই বক্তব্য ভালোভাবে নেননি বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তিনি প্রকাশ্যে তামিমের সমালোচনা করেন এবং তাকে ভারতীয় দালাল বলেও আখ্যা দেন। এই ঘটনার পর থেকেই বিসিবির প্রকৃত আয়ের কাঠামো নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

বিসিবি সূত্র জানায়, আইসিসির রাজস্ব ছাড়াও বোর্ডের আয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎস রয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক সিরিজের টেলিভিশন সম্প্রচার স্বত্ব, বিভিন্ন করপোরেট স্পনসরশিপ, জাতীয় দলের টাইটেল স্পনসর, হোম সিরিজের স্পনসর, কিট স্পনসরশিপ উল্লেখযোগ্য। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (সিসিডিএম) এবং ঘরোয়া টুর্নামেন্ট যেমন এনসিএল ও বিসিএল থেকেও নিয়মিত আয় হয়ে থাকে।

এ ছাড়া স্টেডিয়ামে ম্যাচ চলাকালে টিকিট বিক্রি ও গ্রাউন্ড রাইটস থেকেও বিসিবির রাজস্ব আসে। শুধু তাই নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে পাওয়া লভ্যাংশ এবং ব্যাংকে রাখা স্থায়ী আমানত বা এফডিআর থেকে অর্জিত সুদও বোর্ডের আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। সব মিলিয়ে বিসিবির আয়ের উৎস যে বহুমুখী, সেটিই বোর্ডের পক্ষ থেকে আবারও তুলে ধরা হলো।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement