জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রে এসেছে তার দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবরে।
মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসায় শোবিজ অঙ্গনে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে এই বিচ্ছেদ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিন ধরেই তারা আলাদা জীবনযাপন করছিলেন।
বিষয়টি নিয়ে নীরবতা ভেঙে নিজেই কথা বলেছেন তাহসান খান। তিনি জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই দুজনের মধ্যে আলাদা থাকার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সেই সময় থেকেই তিনি ধীরে ধীরে গান ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেন। তাহসানের ভাষায়, অস্ট্রেলিয়া ট্যুরের আগেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেটিই বাস্তবায়িত হচ্ছিল।
তিনি আরও জানান, সেই সময়টা তিনি অনেকটাই একা কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করে বলেন, বর্তমানে তার সময় কাটে ঘোরাঘুরি আর বই পড়ার মধ্য দিয়ে। গান বা অনলাইন উপস্থিতি থেকে দূরে থাকাটা ছিল এক ধরনের মানসিক বিরতি।
উল্লেখ্য, মাত্র চার মাসের পরিচয়ের পর ২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। পেশাগতভাবে রোজা একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট; বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে তিনি ব্রাইডাল মেকআপের কাজ করে আসছেন।
নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে। বিয়ের পর শুরুতে সম্পর্ক স্বাভাবিক থাকলেও খুব অল্প সময়ের মধ্যেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। তাহসানের দাবি, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা কার্যত আলাদা থাকতে শুরু করেন।
সম্প্রতি তাদের প্রথম বিবাহবার্ষিকীতে একসঙ্গে কোনো ছবি বা উপস্থিতি না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়। অনেকেই ধারণা করেন, নীরবেই হয়তো সম্পর্কের ইতি টেনেছেন তারা। এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়ে তাহসান বলেন, অ্যানিভার্সারি উদযাপন নিয়ে যেসব খবর ছড়িয়েছে, সেগুলো সঠিক নয়।
এমনকি জন্মদিন একসঙ্গে কাটানোর বিষয়েও ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে জানান তিনি। তাহসানের কথায়, তারা কেউই একে অপরের জন্মদিনে উপস্থিত ছিলেন না; এমনকি তার নিজের জন্মদিনেও রোজা ছিলেন না। আপাতত এই প্রসঙ্গে আর কিছু বলতে চান না বলেও জানান তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে বরাবরই অনিচ্ছুক তাহসান। তবে নানা জল্পনা ও গুঞ্জনের কারণে বাধ্য হয়েই তাকে বিষয়টি পরিষ্কার করতে হয়েছে বলে জানান। এই মুহূর্তে বিচ্ছেদের পেছনের কারণ বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত মন্তব্য করতে তিনি রাজি নন।
প্রসঙ্গত, এর আগেও তাহসানের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা হয়েছে। ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। দ্বিতীয় সংসার নিয়েও অনিশ্চয়তার খবর সামনে আসায় আবারও তাহসানের ব্যক্তিগত জীবন ঘিরে কৌতূহল ও আলোচনা তুঙ্গে উঠেছে।
































