৩৮৮ বার প্লাস্টিক সার্জারি, সৌন্দর্যের খোঁজে চরম সিদ্ধান্ত

৩৮৮ বার প্লাস্টিক সার্জারি, সৌন্দর্যের খোঁজে চরম সিদ্ধান্ত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১০, ১২ জানুয়ারি ২০২৬

আয়নার সামনে দাঁড়ালে প্রথম দেখায় তাকে সাধারণ মানুষ বলে চিনে নেওয়া কঠিন। তিনি যেন রক্ত-মাংসের কোনো মানুষ নন, বরং রূপকথা বা কল্পনার জগত থেকে উঠে আসা এক অদ্ভুত চরিত্র।

ধারালো চিবুক, অস্বাভাবিকভাবে ফোলা ঠোঁট আর ভিন্নধর্মী অবয়বের এই নারী এখন সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল আলোচনার বিষয়। তিনি ইরানি ইনফ্লুয়েন্সার আনাহিতা নাগু।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে আনাহিতা দাবি করেন, তথাকথিত নিখুঁত সৌন্দর্যের সন্ধানে তিনি এ পর্যন্ত ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন। নিজের চেহারা ও শরীর বদলাতে গিয়ে তার ব্যয় হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি মার্কিন ডলারের সমান। তার এই স্বীকারোক্তি শুনে অনেকেই বিস্মিত ও হতবাক হয়েছেন।

আরও অবাক করা বিষয় হলো, শরীর থেকে সব ধরনের মেদ দূর করার নেশায় তিনি গত আট বছর ধরে কোনো শক্ত খাবার গ্রহণ করেননি। তার দাবি অনুযায়ী, এই দীর্ঘ সময় তিনি বেঁচে আছেন কেবল কফি পান করে। খাদ্যাভ্যাসের এই চরম সিদ্ধান্ত তার জীবনধারাকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

অদ্ভুত ও ব্যতিক্রমী সাজসজ্জার কারণেও আনাহিতা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত একটি নাম। অনেক নেটিজেন তাকে ‘ইরানি হার্লে কুইন’ বলে আখ্যা দিয়েছেন। তার প্রতিটি ছবি ও ভিডিও ঘিরে তৈরি হচ্ছে নতুন নতুন আলোচনা ও বিতর্ক।

সবচেয়ে বিস্ময়কর দিক হলো, এই চরম রূপান্তর ও অস্বাভাবিক জীবনযাপনের মধ্যেও আনাহিতা নিজেকে একজন মনস্তাত্ত্বিক পরামর্শদাতা হিসেবে পরিচয় দেন। তিনি নিয়মিত মানুষের ভেতরের সৌন্দর্য, মানসিক শক্তি ও আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন। তার এই দ্বৈত অবস্থান—একদিকে বাহ্যিক সৌন্দর্যের পেছনে চরম আত্মনিবেদন, অন্যদিকে অন্তরের সৌন্দর্যের প্রচার—বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে একসঙ্গে কৌতূহল, উদ্বেগ ও বিতর্কের জন্ম দিয়েছে।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement