আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ইতিবাচক মূল্যায়ন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, বর্তমান নির্বাচন কমিশন মোটের ওপর দায়িত্বশীলতা ও যোগ্যতার সঙ্গেই কাজ করছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার কিছু পর রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে। এখন পর্যন্ত কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে তাদের কাজকে মোটামুটিভাবে সন্তোষজনক বলেই মনে হচ্ছে। তাঁর ভাষায়, নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিচ্ছে।
তিনি আরও জানান, কিছু বিষয়ে বিএনপির আপত্তি বা উদ্বেগ রয়েছে, যা রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিলে কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দলীয় কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, প্রার্থী বাছাইয়ের সময় কিছু জটিলতা বা ভুলত্রুটি দেখা দেওয়া নতুন কিছু নয়। নির্বাচন কমিশনের বাছাই প্রক্রিয়ায় এমন সমস্যা আগেও হয়েছে এবং এখনো হচ্ছে।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।






























